নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। শনিবার। নিজস্ব চিত্র।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একসঙ্গে তিনটি জয়ন্তী পালিত হচ্ছে। সেগুলো হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৭৫ বছর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ৬০ বছর এবং শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ৫০ বছর।
শুক্রবার, ২৬ জানুয়ারি মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ। ওই তিন জয়ন্তী উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে মেলাও আয়োজন করা হয়েছে। চার দিন ধরে চলা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট শিবময়ানন্দ এবং মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের। অনুষ্ঠান চলবে সোমবার, ২৯ তারিখ পর্যন্ত।
আগামী কাল, রবিবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ৬০ বছর উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। থাকবেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ট্যাবলোয় বাংলার জয়গান