প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআই।
রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসবেন তিনি। ওই সফরে একাধিক কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা।
বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন ও পৌষ উৎসবে আমন্ত্রণ জানিয়ে বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল। মূলত সেই উপলক্ষেই রাজ্যে আসছেন মোদী। এছাড়া একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। করোনা অতিমারীর জেরে এ বছর পৌষ মেলা হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে পৌষ মেলা না হলেও, পৌষ উৎসব হবে শান্তিনিকেতনে।
জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের সূচনা করবেন তিনি। তবে এ বারের বঙ্গ সফরে মোদীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: হলদিয়ায় একমঞ্চে কুণাল-লক্ষ্মণ, নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ ঘোষণা মমতার