ফাইল চিত্র।
কোভিড পরিস্থিতিতে মন্ত্রী ফিরহাদ হাকিমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে গৃহবন্দির নির্দেশ কোন যুক্তিতে, শুক্রবার আদালতের নির্দেশের পরই সেই প্রশ্ন তোলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
শুক্রবার নারদ মামলায় শুনানি শুরু হলে আদালত চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ দেয়। কিন্তু তা নিয়ে বিরোধিতা করেন অভিযুক্তদের পক্ষের আইজীবী সিঙ্ঘভি। পাল্টা বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। আদালতে তিনি বলেন, “গৃহবন্দি থেকেও কাজ করা যাবে বাড়ি থেকে। তাতে কোনও বাধা থাকবে না।”
তখন সিঙ্ঘভি বিরোধিতা করে বলেন, “এক জন মন্ত্রীর পক্ষে সব কাজ বাড়ি থেকে করা যায় না। কোভিড পরিস্থিতিতে বাড়িতে বসে দফতরের ফাইল ছাড়বে কী করে?” এর পরই তিনি প্রশ্ন তোলেন, সাধারণ অভিযুক্তদের সঙ্গে এই নেতা-মন্ত্রীদের তুলনা করা হচ্ছে কেন?
শহরে কোভিড মোকাবিলার তত্ত্বাবধানের পুরোভাগে ছিলেন ফিরহাদ হাকিম। সিঙ্ঘভির যুক্তি, এমন পরিস্থিতিতে এঁদের প্রয়োজন।