Suvendu Adhikari

নৈহাটির নিয়োগ দুর্নীতি, তরজায় শুভেন্দু-চেয়ারম্যান

বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক শিবিরে চর্চা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৮
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

নৈহাটি পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ তুলে চেয়ারম্যানের ছেলের নাম জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। নৈহাটির গৌরী চৌমাথা সংলগ্ন মীরাবাগান মাঠে শনিবার সন্ধ্যায় বিজেপির সভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেন, ‘‘অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগ দুর্নীতির তালিকা আমার কাছে আছে। পাঁচটা পাঁচটা করে সেই নাম ছাড়তে শুরু করব! নৈহাটি পুরসভার সেই তালিকায় চেয়ারম্যানের ছেলের নামও আছে।’’ বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক শিবিরে চর্চা শুরু হয়েছে। অভিযোগ অসত্য বলে দাবি করে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক অবশ্য রবিবার পাল্টা বলেছেন, ‘‘সমস্ত নিয়ম মেনেই নৈহাটি পুরসভায় নিয়োগ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের পুরসভায় বেআইনি ভাবে যদি কোন নিয়োগের প্রমাণ শুভেন্দু অধিকারী দিতে পারেন, তা হলে আমি চেয়ারম্যান পদ ছেড়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement