ফুলিয়ায় ধর্ষণ-কাণ্ডে মিছিল তৃণমূলের

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুলিয়ায় মিছিল করল তৃণমূল। যদিও সেই মিছিলে থাকলেন না ধর্ষিতার পরিবারের সদস্যরা। বালিকার মা জানিয়ে দিলেন, ‘‘এটা নিয়ে কোনও রকম রাজনীতি হোক সেটা আমরা চাই না। তবে যাঁরা এই ঘটনার প্রতিবাদ করছেন আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফুলিয়া শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৪ ০০:১৭
Share:

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুলিয়ায় মিছিল করল তৃণমূল। যদিও সেই মিছিলে থাকলেন না ধর্ষিতার পরিবারের সদস্যরা। বালিকার মা জানিয়ে দিলেন, ‘‘এটা নিয়ে কোনও রকম রাজনীতি হোক সেটা আমরা চাই না। তবে যাঁরা এই ঘটনার প্রতিবাদ করছেন আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’’

Advertisement

গত ২৬ মার্চ সকালে শান্তিপুরের ফুলিয়া-বুঁইচাপাড়ার এক বালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশী যুবক গণেশ দাস ধর্ষণ করে বলে অভিযোগ। ১২ এপ্রিল ওই বালিকার পরিবার রানাঘাট কলেজের ছাত্র গণেশের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে। সেদিন রাতেই পুলিশ অভিযুক্ত গণেশকে গ্রেফতার করে। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের দাবি, ‘‘এক বালিকা ধর্ষিত হয়েছে। যার পরিবার আমাদের সমর্থক। আর গণেশ নামে যে ছেলেটি ধর্ষণ করেছে সে ও তার পরিবার সিপিএম-এর সম্পদ।” জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিক্তা কুণ্ডু বলেন, ‘‘ধর্ষক ওই যুবক শুধু সিপিএম-এর কর্মীই নয়, এই ঘটনায় সিপিএম তাকে সব রকম ভাবে আড়াল করার চেষ্টা করছে। আমরা তাই ধিক্কার মিছিল বের করেছি।’’

সিপিএম-এর বিরুদ্ধে হাতে লেখা পোস্টার ছিল সোমবারের মিছিলে। মুখ্যমন্ত্রীর নামে স্লোগানও দেওয়া হয়। মিছিলে ছিলেন নদিয়ায় তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত, জেলা পরিষদের সভাধিপতি বানীকুমার রায়, এলাকার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, শান্তিপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী অজয় দে-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। মিছিলটি ফুলিয়ার বিভিন্ন এলাকায় ঘোরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement