সিপিএম নেতা অরুণ নন্দী খুনে অন্যতম অভিযুক্ত তাঁর স্ত্রী উৎপলা নন্দীর জামিনের আবেদন পুনরায় নাকচ করল আদালত। বুধবার দুপুরে নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উৎপলাদেবীকে হাজির করানো হলে বিচারক ধৃতিমান মণ্ডল তাঁকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারপক্ষের আইনজীবী নবেন্দু মণ্ডল বলেন, “বিচারক আগামী ১০ মার্চ পুনরায় উৎপলাদেবীকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।”
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩১ মার্চ গভীর রাতে সিপিএমের নবদ্বীপ-১ নম্বর শাখা সম্পাদক অরুণ নন্দী তাঁর বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন। ঘটনার বাইশ মাস পরে পুলিশ স্বামীকে খুনের অভিযোগে উৎপলাদেবী এবং তাঁর প্রেমিক নবকুমার দত্তকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরাতে অভিযুক্তরা খুনের কথা কবুল করেছেন।
খুনের পরদিন উৎপলাদেবী পুলিশের কাছে অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী ডাকাতি করতে এসে তাঁর স্বামীকে খুন করেছে। অভিযোগের সত্যতা নিয়ে প্রথম থেকেই পুলিশের ধন্দ ছিল। কারণ, উৎপলাদেবীর ঘনিষ্ঠ নবকুমারবাবু ঘটনার পরদিনই এলাকা ছাড়েন। তাই পুলিশের সন্দেহ গভীর হয়। ঘটনার প্রায় বাইশ মাস পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পুলিশ নবকুমার দত্তকে গ্রেফতার করে। পরেরদিন গ্রেফতার হন উৎপলা নন্দী।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা দায়ের করে। তারপর চলতি মাসের আট তারিখে উৎপলাদেবীকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পরের বার আদালত ওই মহিলাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সেই মেয়াদ এদিন শেষ হল এদিন আবার তাঁকে বিচারকের সামনে হাজির করানো হয়। বিচারক এদিনও জামিনের আবেদন খারিজ করে দিয়ে স্বামী খুনে অভিযুক্ত ওই মহিলাকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন।