আগামী ১৬ নভেম্বর বহরমপুর এফইউসি ময়দানে কংগ্রেসকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে শুক্রবার টেক্সটাইল কলেজ মোড়ে প্রতিবাদ সভা করল যুব কংগ্রেস। সভায় ছিলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, ফিরোজা বেগম-সহ অন্যেরা। বহরমপুর লোকসভা যুব কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম জানান, ‘‘তৃণমূলের সন্ত্রাস, পুলিশের নিষ্ক্রিয়তা, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদও এ দিনের সভায় করা হয়।’’