Raghunathganj

রঘুনাথগঞ্জে শ্বশুরবাড়িতে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ

শুক্রবার সকালে এনাবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৪:৩৬
Share:

হাসপাতালে মৃতদেহ। —নিজস্ব চিত্র

জামাইকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার সকালে এনাবুল শেখ নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার পুকুরডোবা গ্রামে বাড়ি এনাবুলের। বিয়ে হয় পাশের গ্রাম পুকুরডোবা গ্রামে। কিন্তু বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগে থাকত। এর পর শুক্রবার সকালে এনাবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর শ্বশুরবাড়িতে। তাঁর মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এনাবুলের পরিবারের লোকজনের অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি বেড়েছিল। শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে এনাবুলকে পিটিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন বলেও তাঁদের অভিযোগ।

Advertisement

রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মেঠো কবাডি থেকে সবুজ গল্ফ কোর্সে, নব্য অবতারে ময়দানে নয়া দিলীপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement