—প্রতীকী চিত্র।
কন্যাসন্তান বিক্রির চেষ্টার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পুর এলাকার। অর্থাভাবের কারণেই ওই দম্পতি সন্তান বিক্রি করার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। তাঁদের আটক করেছে পুলিশ। যদিও শিশু বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন দম্পতি। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানও কন্যা হওয়ায় হতাশ হয়েছিলেন তাঁরা। অর্থাভাবের কারণে চিন্তায় ছিলেন দম্পতি। সে কারণেই এক কন্যাসন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি।
শান্তিপুর পুর এলাকায় শিশু বিক্রির চেষ্টার অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। স্থানীয়দের একাংশের অভিযোগ, আর্থিক অনটনের কারণে প্রথম কন্যাসন্তানকে বিক্রি করার চেষ্টা করেন ওই দম্পতি। স্ট্যাম্প পেপারে লিখিয়ে সন্তান হস্তান্তরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুর চেয়ারম্যানও। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে অভিযুক্ত মহিলা জানান, পরিবারে অর্থাভাব রয়েছে। পাশাপাশি, রয়েছে ঋণের বোঝা। আর সেই কারণেই লালনপালনের জন্য এক আত্মীয়ের হাতে নিজের সন্তানকে তুলে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন দম্পতি।