প্রতীকী ছবি।
স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার সাদিখান দেয়ার অঞ্চলের তিন গাছতলা এলাকার ঘটনা। মৃত যুবকের নাম ফয়জল সাদ্দাম হোসেন (২১)।
স্থানীয় সূত্রে খবর, মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল ফয়জলের। কিন্তু দিন কয়েক ধরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল দম্পতির মধ্যে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান ফয়জল। এর পরেই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী যুবককে ডেকে হাসপাতালে নিয়ে যান স্ত্রী। সেখানেই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ফয়জলের মা ফায়ুজান বিবির দাবি, ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর কথায়, ‘‘বৌমা ছেলে বালিশ চাপা দিয়ে খুন করেছে। সঙ্গে আরও কেউ ছিল।’’ এই ঘটনায় জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত বধূর দাবি, হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন তাঁর স্বামী।
পুলিশ সূত্রে খবর, খুন না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।