জখম তৃণমূল কর্মী গৌরাঙ্গ দাস। নিজস্ব চিত্র।
এক তৃণমূলকর্মীকে শনিবার তাঁর বাড়িতে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা। শনিবার বহরমপুরের এই ঘটনায় গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও ভোটের আগে এই গুলি চালানোর ঘটনায় নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুর্শিদাবাদের জেলা তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের মধ্যে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে দোষীরা এখনও অধরাই।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুরে। জখম তৃণমূল কর্মীর নাম গৌরাঙ্গ দাস। তাঁকে লক্ষ্য করে তাঁর বাড়ির জানলা দিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশকে গৌরাঙ্গ জানিয়েছেন, শুক্রবার সাগরদিঘিতে তৃণমূলের একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার কিছু পরেই ঘটনাটি ঘটে।
সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক সুব্রত সাহার ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত গৌরাঙ্গ। শুক্রবার সাগরদিঘিতে তৃণমূলের সভার পর সুব্রতর মিছিলেও যোগ দিয়েছিলেন গৌরাঙ্গ। তারপরই তার উপর এই হামলার ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
গৌরাঙ্গের পরিবার জানিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফিরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সে সময়ই জানলার বাইরে থেকে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গৌরাঙ্গের দাবি, প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি তাঁর বাঁ পায়ে লাগে। আপাতত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
২৬ এপ্রিল সপ্তম দফায় প্রথম পর্বের ভোট মুর্শিদাবাদে। তার আগে তৃণমূলের বিদায়ী বিধায়ক ঘনিষ্ঠ এই কর্মীর গুলি চালনার ঘটনা ঘিরে তপ্ত বহরমপুর। কে বা কারা এই গুলি চালিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।