ভোট নামচা

ভোট নামচা

Advertisement
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০১:০০
Share:

সুগার-কথা
চাকদহ

Advertisement

সিপিএম প্রার্থীর সমর্থনে বড়সড় মিছিল এগিয়ে চলেছে। লাইন দিয়ে কর্মীরা হাঁটছেন। তাদের কয়েকজনের হাতে দলীয় ঝাণ্ডা রয়েছে। মিছিলে বৌদিকে দেখে ননদের চিৎকার, ‘‘বৌদি তুমি আজও মিছিলে হাঁটছ। ভাবাই যায় না। তুমিই দেখছি আমাদের প্রার্থীকে জিতিয়েই ছাড়বে।’’ সব শুনে বৌদির বক্তব্য, ‘‘কী করব বল। সুগারটা বেড়েছে। ডাক্তারবাবুর নিদান, হাঁটাহাটি করতে হবে। তাই ভাবলাম মিছিলেই হাঁটি।’’

Advertisement

কপ্টার দেখতে
করিমপুর

শনিবারে ভোট প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমাগম দেখে খুশিতে ডগমগ এক তৃণমূল কর্মী। পাশ থেকে একজনের টিপ্পনী, ‘‘অর্ধেক মানুষ তো হেলিকপ্টার দেখতেই এসেছিল।’’ রেগে গিয়ে ওই তৃণমূল কর্মীর পাল্টা, ‘‘যাই হোক মানুষ এসেছিল তো বটে। অন্যদের মিছিলে তো লোকই হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement