Ajinkya Rahane

কলকাতার অধিনায়ক হবেন রাহানে? কী জানালেন কেকেআরের সিইও?

রাহানেকে অধিনায়ক করার জন্য কেনা হল? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। নাইটদের সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দিলেন তাঁদের পরিকল্পনার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:০৬
Share:
Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামের শেষ দিকে অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাঁকে অধিনায়ক করার জন্য কেনা হল? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। নাইটদের সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দিলেন তাঁদের পরিকল্পনার কথা।

Advertisement

গত আইপিএলে নাইট অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার। তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। নতুন অধিনায়ক খুঁজছে দল। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশ আয়ারকে কেনার পর তাঁকে অধিনায়ক করা হতে পারে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু অধিনায়ক কে হবেন তা এখনও স্পষ্ট নয়। বেঙ্কি বলেন, “সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এ বার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে। এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সকলে এখানে নেই। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

গত বারের চ্যাম্পিয়ন দল এ বারে স্পেন্সার জনসন, এনরিখ নোখিয়ে, উমরান মালিকের মতো পেসারদের কিনেছে। সেই সঙ্গে রহমানুল্লা গুরবাজ়, কুইন্টন ডি’কক, রভমান পাওয়েল, মইন আলির মতো ক্রিকেটারদের নিয়েছে কেকেআর। বেঙ্কি জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা অনুযায়ীই দল গড়া হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালের পর ২০২৪ সালে আইপিএল জিতেছে কেকেআর। আগামী বছরও আইপিএল জিততে চাইবে তারা।

Advertisement

কলকাতার পুরো দল

বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ), রিঙ্কু সিংহ (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিংহ (৪ কোটি), কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লক্ষ), রহমানুল্লা গুরবাজ় (২ কোটি), মইন আলি (২ কোটি) বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ), অজিঙ্ক রাহানে (১ কোটি ৩০ লক্ষ) রভমন পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ), উমরান মালিক (৭৫ লক্ষ) মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ) মায়াঙ্ক মরকন্ডে (৩০ লক্ষ), লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ)। সব হিসাব টাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement