উদ্ধার হওয়া চন্দ্রবোড়া সাপটি। — নিজস্ব চিত্র।
নদিয়ায় সাপের আতঙ্ক। শুক্রবার নদিয়ার ফুলিয়ার পরেশনাথপুরে নির্মাণকর্মীরা বাড়ির পয়ঃপ্রণালীর সঙ্গে নালা সংযুক্ত করার কাজ করতে গিয়ে গভীর কুয়োর মধ্যে একটি অতিকায় সাপ দেখতে পান। জানা যায়, সাপটি চন্দ্রবোড়া প্রজাতির এবং তা অত্যন্ত বিষধর। সাপটিকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন নির্মাণকর্মীরা। বন্ধ হয়ে যায় কাজ। খবর যায় বন দফতরে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় বাইরে তুলে আনেন এক বনকর্মী।
কুয়োয় সাপের উপস্থিতি টের পেয়েই কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। বন দফতরের উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করতে গেলেও সমস্যা হয় কুয়োটি নিয়ে। কুয়োটি বেশ গভীর এবং সংকীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়েই শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় সাপটিকে। বন দফতর সূত্রে খবর, কুয়োর গভীরতা এবং তাতে বিষাক্ত সাপ থাকায় কুয়োর মধ্যে নামতে ভয় পাচ্ছিলেন বন কর্মীরাও। শেষমেশ বড় মই নিয়ে এসে কুয়োয় নেমে বন বিভাগের এক কর্মী ঝুঁকি নিয়ে চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করেন। সাপটি প্রায় ৫ ফুট লম্বা। এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চন্দ্রবোড়া বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। সাপটিকে স্থানীয় জঙ্গলে নিরাপদে ছেড়ে দেয়া হবে বলে জানা গিয়েছে।
উদ্ধারকারী বনকর্মী সুজিত মিস্ত্রি বলেন, ‘‘খানিকটা ঝুঁকি নিয়েই সংকীর্ণ কুয়োর মধ্যে অল্প আলোয় সাপটিকে উদ্ধারের কাজ শুরু করি। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, এটাই বড় কথা।’’