Death

নদিয়ার নাকাশিপাড়ায় উড়ালপুলে মিলল অজ্ঞাতপরিচয় মহিলার দেহ

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নাকাশিপাড়ার যুগপুরের উড়ালপুলে এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৩:৫৫
Share:

হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় মহিলাকে। নিজস্ব চিত্র

উড়ালপুল থেকে মিলল অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নাকাশিপাড়ার যুগপুরের উড়ালপুলে এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। নাকাশিপাড়া থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলা চল্লিশোর্ধ্ব। তাঁর পরিচয় জানা যায়নি।

কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে তিনি পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মারা যেতে পারেন বলেও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement