প্রতীকী ছবি।
গুলিভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করার সময় গুলি ছুটে আহত হল অষ্টম শ্রেণির এক ছাত্র-সহ দু’জন। বুধবার রাতে খড়গ্রাম থানার মাড়গ্রামের রতনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নাজমুল শেখ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজি নতুন বছর উদযাপন করতে বুধবার গ্রামে চড়ুইভাতির আয়োজন করেছিলেন রতনপুরের একদল যুবক। নাজমুলও সেখানে ছিল। অভিযোগ, মত্ত অবস্থায় স্থানীয় বাজারের ব্যবসায়ী রবিউল শেখের দোকানে মোবাইল রিচার্জ করতে গিয়েছিল অভিযুক্ত যুবক। সেই সময় রবিউলের দোকানে ফোটোকপির কাজ করছিল রতনপুর জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সুরজ শেখ। ইনতাজুল শেখ নামে স্থানীয় এক ব্যবসায়ীও সেই সময় ওই দোকানে হাজির ছিলেন। অভিযোগ, দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল নাজমুল। আচমকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছিটকে প্রথমে লাগে ইনতাজুলের ডান হাতে। তারপর সেটি ছিটকে গিয়ে সুরজের গায়ে লাগে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দু’জনকে বহরমপুরের একটি নার্সিংহোমে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত ছাত্রের মা মহারানি বিবি খড়গ্রাম থানায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এলাকায় পৌঁছনোর আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
তবে এলাকায় নাজমুলকে সকলে ‘ভাল ছেলে’ বলেই জানেন। এহেন যুবক সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখায় অবাক অনেকেই। কান্দির এসডিপিও যশপ্রীত সিং বলেন, “গুলি ছিটকে ঘটনা ঘটে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”