‘দ্বিচারিতা’ বিশ্ববিদ্যালয়ে

এর পরেই বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গড়ে। তারা জানিয়েছে, পলাশিতে একটি বিএড কলেজেও ভর্তি হয়েছেন মুক্তার। সে কারণে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এক দিনের নোটিসে হস্টেল থেকেও বের করে দেওয়া হয় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০০:৩২
Share:

দুই জায়গায় নাম নথিবদ্ধ থাকায় কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটা গিয়েছে এক জনের। অথচ একই অভিযোগ রয়েছ শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ অন্য ছাত্রের বিরুদ্ধে।

Advertisement

গোলমালের সূত্রপাত জানুয়ারি মাসে। টিএমসিপি-র টিকিটে ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়াতে চেয়েও গোষ্ঠী কোন্দলের জেরে তা পেরে ওঠেননি মুক্তার আলি নামে লোকসংস্কৃতি বিভাগের এক ছাত্র। অন্যায় ভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে অভিযোগ তুলে জানুয়ারিতে তিনি কল্যাণী আদালতে যান। আদালতের নির্দেশে ভোট স্থগিত হয়ে যায়।

এর পরেই বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গড়ে। তারা জানিয়েছে, পলাশিতে একটি বিএড কলেজেও ভর্তি হয়েছেন মুক্তার। সে কারণে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এক দিনের নোটিসে হস্টেল থেকেও বের করে দেওয়া হয় তাঁকে।

Advertisement

অথচ একই রকম অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের আর এক টিএমসিপি নেতার বিরুদ্ধে। সঞ্জীব ভক্ত নামে ওই ছাত্রও লোকসংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এবং মুক্তারের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত। তিনিও কলেজ ভোটে দাঁড়াতে চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিছু পড়ুয়া রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন যে, তিনি বেথুয়াডহরির একটি বেসরকারি বিএড কলেজে পড়ছেন।

সঞ্জীব অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেন, ‘‘আমার নামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কোনও রেজিস্ট্রেশন নেই। অনেক দিন আগেই তা তুলে নিয়েছি।’’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলে কীসের ভিত্তিতে পাঁচ মাস আগে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। সঞ্জীবের জবাব, ‘‘সেই মনোনয়ন গৃহীত হয়নি।’’ কিন্তু, তিনি মনোনয়ন দাখিল করেছিলেন কী হিসেবে? সঞ্জীব এর সদুত্তর দিতে পারেননি। মুক্তারের প্রশ্ন, ‘‘এটা সরাসরি দ্বিচারিতা ছাড়া আর কীই বা বলব!’’

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাংশু রায় এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমার কাছে একটা অভিযোগ জমা পড়েছে। কিন্তু ওই অভিযোগ যাঁরা করেছেন, তাঁদের নাম নেই। ওঁরা নাম দিয়ে অথবা উপাচার্যের কাছে ই-মেল পাঠিয়ে অভিযোগ জানালে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement