অরুণাভ (ডানদিকে)। নিজস্ব চিত্র।
এ বার কোভিড যোদ্ধা হিসেবে কাজে যোগ দিলেন এক রূপান্তরকামী। সম্প্রতি করোনা হাসপাতালের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দিয়েছেন রূপান্তরকামী অরুণাভ নাথ। রাজ্যে সম্ভবত তিনিই প্রথম রূপান্তরকামী যিনি এই সুযোগ পেলেন।
গত সেপ্টেম্বরে অরুণাভ করোনায় আক্রান্ত হয়েছিলেন। অরুণাভ জানান, “হাসপাতালে যাইনি। বাড়িতেই ১৪ দিন কোয়রান্টিনে ছিলাম। তবে মুষ্টিমেয় কয়েক জন ছাড়া কেউ-ই আমার খোঁজ নেননি। প্রথমে খারাপ লাগলেও পরে মেনে নিই। আমি এই কাজে যোগ দেওয়ায় অন্যদের পাশাপাশি রূপান্তরকামী রোগীদেরও সুবিধা হবে।’’ অরুণাভ এর আগে লোক আদালতে বিচারকের আসনে বসেছিলেন। রূপান্তরকামীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর এই রূপান্তরকামী। এদিন তিনি বলেন, “এতদিন রূপান্তরকামীদের স্বার্থে লড়াই করেছি। এবার অন্যদেরও সেবা করার সুযোগ পাচ্ছি। এর জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ‘কোভিড-১৯ ওয়ারিয়র্স ক্লাবে’র সদস্য হতে চেয়ে যোগাযোগ করেছিলেন অরুণাভ। ওই ক্লাবের সম্পাদক, চিকিৎসক অমরেন্দ্রনাথ রায় বলেন, “ও (অরুণাভ) প্লাজ়মা দানে আগ্রহী ছিলেন। কাউন্সেলিংয়ের কাজ করতেও উৎসাহী ছিলেন। সেকথা আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে ছিলাম। তারপরই অনুমতি মেলে। শুনেছি যে ওখানে তিনি খুব ভাল কাজ করছেন।” মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমিয়কুমার বেরা বলেন, “করোনা রোগীদের শুশ্রুষার জন্য অরুণাভ মনোনীত হয়েছেন। ওঁকে পেয়ে সকলেই খুশি।’’