Nadia

বন্‌ধের প্রভাব নদিয়া জেলা জুড়ে, সকাল থেকে ফাঁকা রাস্তাঘাট, বাজার

কৃষ্ণনগর শান্তিপুর করিমপুর বাজার-সহ গোটা জেলার ছবিটাই ছিল একই রকম। বন্‌ধ ঘিরে কোথাও সে ভাবে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি নদিয়া জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৯:১০
Share:

বন্‌ধের সমর্থনে মিছিল। নিজস্ব চিত্র।

বন্‌ধের ভাল প্রভাব দেখা গেল নদিয়া জেলা জুড়ে। সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় মিছিল করে বাম দলগুলি। রাস্তায় নামেনি বেসরকারি বাস। বন্ধ থেকেছে দোকান বাজারও। ব্যাঙ্ক, সরকারি অফিস যাতে না খুলতে পারে, ধর্মঘট সমর্থকরা সকাল থেকে সেখানে ব্যারিকেড গড়ে তোলেন।

Advertisement

সকাল থেকেই নদিয়া জেলা জুড়ে বন্‌ধ সফল করতে যৌথ ভাবে রাস্তায় নামেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। জায়গায় জায়গায় চলে পথ অবরোধ। তবে সকাল থেকেই সাধারণ মানুষকে রাস্তায় বিশেষ দেখা যায়নি। বেসরকারি অফিসগুলিও ছিল প্রায় বন্ধ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল অনেক জায়গাতেই। সরকারি বাস চললেও তাতে বিশেষ যাত্রী ছিল না।

কৃষ্ণনগর শান্তিপুর করিমপুর বাজার-সহ গোটা জেলার ছবিটাই ছিল একই রকম। বন্‌ধ ঘিরে কোথাও সে ভাবে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি নদিয়া জেলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement