হোগলা পাতার নৌকা। নিজস্ব চিত্র।
করোনা অতিমারি-সহ একাধিক বিষয়ে সচেতনতার বার্তা দিতে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছে হোগলা পাতার নৌকো। সাঁতরাগাছি জেওয়াইএস ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি এই নৌকো শুক্রবার দুপুরে ১১ জন যাত্রী নিয়ে গঙ্গায় ভাসবে।
জানা গিয়েছে, প্রায় ১৪ দিন ধরে বাঁশ, হোগলা পাতা, খড় এবং অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে এই নৌকো। উদ্যোক্তাদের দাবি, এই যাত্রার উদ্দেশ্য মানুষকে সচেতন করা। করোনা অতিমারি নিয়ে এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মানুষকে সে সম্পর্কে জানানোর পাশাপাশি, দিন দিন বেড়ে চলা গঙ্গা দূষণ সম্পর্কেও সচেতনতার বার্তা দেওয়া হবে এই নৌকো থেকে।
মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার পথে বিভিন্ন ঘাটে মানুষকে সচেতন করার কাজ করবেন নৌকোয় উপস্থিত প্রতিনিধিরা। প্লাস্টিক ব্যবহারের ফলে কী বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে পরিবেশের তাও তুলে ধরবেন তাঁরা।