দূরত্ববিধি মেনেই তৃণমূলের শহিদ দিবস পালন। নিজস্ব চিত্র
ভিড় নেই। হুটোপাটি নেই। নেই কলকাতা যাওয়া তোড়জোড়, অন্য বছরের সঙ্গে কোভিড-ছায়ায় তৃণমূলের শহিদ-দিবস ২১শে জুলাই যেন জেলায় একেবারে অচেনা এক ছবি বয়ে আনল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষমা করেছিলেন এ দিনের সভা হবে ভার্চুয়াল। ছিমছাম মঞ্চে ছোট্ট স্ক্রিনের সামনে বসে নেতা-কর্মীরা ‘দিদি’র সেই সভাই শুনলেন বিধি মেনে, নিয়মের অনুশাসনে।
ব্রিগেড ময়দানে মনমতো নেতার পাশে বসার জায়গা ধরার উদগ্রীব কণ্ঠ। আগের বছরগুলিতে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চলের নেতাও ছুটে যেতেন দিন দুয়েক আগে যতটা কাছ থেকে নেত্রীকে দেখা যায় সেই আগ্রহে। চলতি বছরে নেতাদের সেই আগ্রহে জল ঢেলেছে করোনা নামক অজানা অচেনা ভাইরাস। আপশোষের গলায় এক জেলা নেতা বলছেন, “কী কপাল বুঝুন। আগামী বছর বিধানসভা ভোট। সেই দিক থেকে এ বছরই এই সভা কত গুরুত্বপূর্ণ ছিল ভাবুন।”
জায়ান্ট স্ক্রিনের বদলে সাকুল্যে ৫৬ ইঞ্চির টিভি, তার সামনেই দূরত্ব বিধি মেনে রাখা সার দেওয়া চেয়ারে কর্মীরা। নিয়ম মেনে প্রায় সকলের মুখেই ফেস-গার্ড চলতি ভাষায় মাস্ক। মহকুমা তৃণমূলের সভাপতি অরিত মজুমদার বলেন, ‘‘সামাজিক দূরত্ব বজায় রাখার চিন্তাতেই এই ব্যবস্থা, বড় আয়োজন করা হয়নি।” নেত্রীর বক্তব্য শুরুর আগে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জেলা সভাপতি আবু তাহের খান বলেন, “নেত্রীর নির্দেশে এমন আয়োজন করা হয়েছে।’’ দলের ফেসবুক পেজে সম্প্রচার হওয়ায় অনেক নেতাই সভায় না-এসে বাড়ি থেকে সভা শুনেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।