—ফাইল চিত্র।
সিপিএম প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত হল নদিয়ার নাকাশিপাড়া। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় পাটুয়াভাঙা গ্রামে সিপিএম প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমা হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাতে সিপিএমের তিন কর্মী জখম হয়েছেন বলেও দাবি। পাল্টা শাসক শিবিরের দাবি, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পাটুয়াভাঙা গ্রামে খুন হন সিপিএম নেতা আনারুল শেখ। আনারুল খুনে প্রধান অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ডালিম বিশ্বাস। সেই মামলার বিচার প্রক্রিয়ার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী সপ্তাহে। আনারুল হত্যার মামলার প্রধান সাক্ষী তাঁর স্ত্রী নিনুনি বিবি এ বার পঞ্চায়েত ভোটে সিপিএমের প্রার্থী হন। অভিযোগ, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া প্রভাবিত করতে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালান ডালিম এবং তাঁর অনুগামীরা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন তিন জন সিপিএম সমর্থক। নিনুনি বলেন, ‘‘ভোটের সময় থেকেই ভয় দেখাচ্ছিল। আমার স্বামীর হত্যার মামলায় যাতে সাক্ষী দিতে না পারি, সেই জন্য আমাকে খুনের চক্রান্ত করছে। আক্রমণকারীরা প্রত্যেকে তৃণমূল আশ্রিত।’’
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডামিল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, ‘‘ভোটে হারার পর থেকেই নাটক শুরু করেছে সিপিএম। পুরনো মামলাকে হাতিয়ার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এলাকা দখল করতে চাইছে ওরা।’’ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান নাসিরউদ্দিন লালও বলেন, ‘‘ভোটে পরাজয়ের পর থেকে মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।’’