TMC

রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল

বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায় বুদ্ধ মূর্তির পাদদেশে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন তৃণমূলে নেতা কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৩
Share:

তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। নিজস্ব চিত্র।

রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বার পথে নামল তৃণমূল। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায় বুদ্ধ মূর্তির পাদদেশে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন তৃণমূলে নেতা কর্মীরা।

Advertisement

বিক্ষোভ সভা থেকে বহরমপুর শহর তৃণমূলে সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও রাখেনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement