Murshidabad

‘বিষ খেয়ে মরো’! ঋণে জর্জরিত বধূ ব্যাঙ্ককর্মীর কথায় আত্মহত্যা করলেন মুর্শিদাবাদে, শোরগোল

স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম বিউটি বিবি। পরিবারের দাবি, ২২ বছরের ওই যুবতীকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলেছিলেন এক ব্যাঙ্ককর্মী। তার পরেই কীটনাশক খান ওই বধূ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

এক গ্রাহককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ বেসরকারি ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার পূর্ব শেখপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম বিউটি বিবি। পরিবারের দাবি, ২২ বছরের ওই যুবতীকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলেছিলেন এক ব্যাঙ্ককর্মী। সকলের সামনে অপমানিত হয়ে বাড়িতে গিয়ে বিষ খান বিউটি। তাঁর মৃত্যুর ঘটনায় ওই ব্যাঙ্ককর্মীর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। স্থানীয় সূত্রের খবর, বিউটি তাঁর বাড়ি বন্ধক রেখে বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। স্বামীর উপার্জন থেকে মাসে মাসে ঋণের কিস্তি শোধের কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে সময়মতো টাকা দিতে পারেননি তিনি। বেশ কয়েক বার ব্যাঙ্ক থেকে কর্মীরা তাঁর বাড়ি গিয়ে টাকার জন্য তাগাদা দিয়ে গিয়েছেন। শেষ বার এক ব্যাঙ্ককর্মী বিউটির কাছে টাকা না পেয়ে তাঁকে অপমান করেন। এমনকি, ব্যাঙ্কের টাকা দিতে না পারলে তাঁকে আত্মহত্যা করতে বলেন। সকলের সামনে অপমানিত হয়ে শুক্রবার কীটনাশক খেয়ে নেন ওই বধূ।

বধূর পরিবার সূত্রের খবর, বিউটিকে প্রথমে সালারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ জন্য কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতেই সেখানেই বিউটির মৃত্যু হয়। বিউটির স্বামী পরিযায়ী শ্রমিক। এখন তিনি কেরলে রয়েছেন বলে খবর। দম্পতির দুই নাবালক সন্তান রয়েছে।

Advertisement

মৃতার আত্মীয় মমতাজ বেওয়া বলেন, ‘‘শুক্রবার ব্যাঙ্কের একজন অফিসার এসে টাকা চাইতে থাকেন ওর কাছে। বিউটি জানায় এখন টাকা নেই ওর কাছে। তাতে ওই অফিসার বলেন, ‘টাকা শোধ করতে না পারলে বিষ খেয়ে মরো!’ বাড়ি বয়ে এসে এমন অপমানে মুখ কালো হয়ে গিয়েছিল ওর। বিউটি বাড়ির ভিতরে ঢুকে চাষের জন্য রাখা কীটনাশক খেয়ে ফেলে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement