Bizarre

আইসক্রিম দিতে গিয়ে আলাপ, দু’বছর ধরে যমজ বোনের সঙ্গে প্রেম করছেন তরুণ

পেডিয়া এবং পিটুইনিয়াকে দেখে মুগ্ধ হয়ে পড়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে আলাপ করবেন বলে আইসক্রিম খাওয়ানোর প্রস্তাব পেড়েছিলেন থেম্বা। অচেনা ব্যক্তিকে দেখে ভাল লেগে গিয়েছিল দুই বোনেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৯:০৭
Share:

—ছবি: সংগৃহীত।

একসঙ্গে যমজ বোন ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ এক তরুণ তাঁদেরকে আইসক্রিম খাওয়ানোর প্রস্তাব দিলেন। সেই প্রথম দেখাতেই তরুণের প্রেমে পড়ে গিয়েছিলেন দুই বোন। টানা দু’বছর ধরে সম্পর্কেও রয়েছেন তিন জন।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা তিন জনেই। তরুণের নাম থেম্বা। পেশায় স্বাস্থ্যকর্মী তিনি। যমজ বোনের নাম যথাক্রমে পিটুইনিয়া এবং পেডিয়া। দুই বোনই একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। কখনও তাঁরা কেশসজ্জাশিল্পী হিসাবে কাজ করেন। কখনও আবার বাড়িতে গিয়ে শিক্ষকতা করেন। একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে এর আগেও সম্পর্কে ছিলেন থেম্বা। পেডিয়া এবং পিটুইনিয়াকে দেখে মুগ্ধ হয়ে পড়েছিলেন তিনি।

তাঁদের সঙ্গে আলাপ করবেন বলে আইসক্রিম খাওয়ানোর প্রস্তাব পেড়েছিলেন থেম্বা। অচেনা ব্যক্তিকে দেখে ভাল লেগে গিয়েছিল দুই বোনেরও। তবে মনের কথা প্রথমে জানিয়েছিলেন থেম্বা। তরুণ জানিয়েছিলেন, তিনি একসঙ্গে দুই বোনের সঙ্গেই সম্পর্কে থাকতে চান। যে কোনও এক জনের সঙ্গে নয়। থেম্বার কথা শুনে প্রথমে অবাক হয়েছিলেন দুই তরুণী। কারণ এর আগে তাঁরা কখনও প্রেমিক ভাগ করে নেননি। কিন্তু ভালবাসায় সব সম্ভব। দু’বছর ধরে থেম্বার সঙ্গে সম্পর্কে রয়েছেন দুই বোন। ছুটির দিনে তাঁরা নিয়মিত দেখা করেন। একসঙ্গে ডেটেও যান তাঁরা।

Advertisement

তবে তাঁদের ডেটগুলি যে সব সফল হয় এমনটাও নয়। তাঁদের দাবি, তিন জন একসঙ্গে ঘুরতে গেলে একাধিক বার তাঁদের বিভিন্ন জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি, তিন জনের সম্পর্ক নিয়ে কটাক্ষ করতেও পিছপা হননি অনেকে। কারও মতে, তরুণের অর্থের জন্যই দুই বোন একসঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সে সব কটুক্তি হাওয়ায় উড়িয়ে দেন তিন জনই। মজা করে থেম্বা বলেন, ‘‘একই সঙ্গে দুই বোনকে আদর করি আমি। তবে তিন জন একসঙ্গে বিছানায় শুলে মনে হয়, বিছানাটা বড়ই ছোট। যমজ হলেও ওরা মানুষ হিসাবে একেবারেই আলাদা। আমরা একসঙ্গে বড়ই সুখে রয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement