Raghunathganj

রঘুনাথগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৩ শিশু

৩ শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৬:০০
Share:

হাসপাতালে জখম এক শিশু। -নিজস্ব চিত্র।

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম হল ৩ শিশু। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চর বাজিতপুরে। ৩ শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জখম শিশুদের নাম সাবিনা ইয়াসমিন (১১), সুমিয়া পারভিন (৮) এবং আসিফ রইয়া (৬)।

Advertisement

তাদের পরিবার সূত্রে খবর, ওই ৩ শিশু বাজিতপুর শিক্ষা চেতনা স্কুলের ছাত্রী। কোভিড সংক্রমণের জেরে এখন স্কুল ছুটি। তারা স্কুল মাঠে খেলতে গিয়েছিল। স্কুল মাঠে খেলতে যাওয়ার সময়ই তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে যায়। সেখানেই একটি পড়ে থাকা বোমাকে বল ভেবে হাতে তুলে নিতেই দুর্ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় ওই শিশুদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement