Murshidabad

বিধায়ক হুমায়ুনের নেতৃত্বে মুর্শিদাবাদে থানা ঘেরাও, ওসির অপসারণ চেয়ে রাস্তা অবরোধ তৃণমূলকর্মীদের

থানার পাশে একটি জমিতে নির্মাণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর। পুলিশের সঙ্গেই বিবাদে জড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান শাসকদলের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৫১
Share:

থানা ঘেরাও করে বিক্ষোভ।

থানার পাশে একটি জমিতে নির্মাণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর। পুলিশের সঙ্গেই বিবাদে জড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান শাসকদলের নেতা-কর্মীরা। এই ঘটনায় ভরতপুর থানার ওসির অপসারণ চান তৃণমূল বিধায়ক হুমায়ুন করীর।

Advertisement

শনিবার ভরতপুর থানার সামনে একটি জমিতে নির্মাণ ঘিরে পুলিশের সঙ্গে বিবাদে জড়ান ভরতপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম। পুলিশ নির্মাণকাজে বাধা দেওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুমায়ুনও। এর পরেই থানার সামনে কান্দি-কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করেন শাসকদলের নেতাকর্মীরা। হুমায়ুন বলেন, ‘‘পয়সার বিনিময় উনি (ওসি) কাজ করেন। আমাদের কাছে প্রমাণ আছে। আমি তবুও শাসকদলের বিধায়ক হিসাবে এখনও চুপ করে আছি। কিন্তু আমাদের দাবি, ওসি রাজু মুখোপাধ্যায়কে অপসারণ করতে হবে। না-হলে অবরোধ চলবে। তৃণমূলকর্মীরা আমার সঙ্গে আছেন।’’

এই ঘটনায় গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মুর্শিদাবাদের এসপি কে সাবরি রাজকুমার বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement