Suvendu Adhikari

হাঁসখালির নির্যাতিতার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধ উন্মোচন শুভেন্দুর, তোপ শাসক তৃণমূলের বিরুদ্ধে

বুধবার নদিয়ার হাঁসখালী গ্যাড়াপোতা এলাকায় দলীয় সভা থেকে ওই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে তোপ দাগেন বিরোধী দলনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ২৩:১২
Share:

ফাইল চিত্র।

হাঁসখালি গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধ স্থাপন করে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার নদিয়ার হাঁসখালী গ্যাড়াপোতা এলাকায় দলীয় সভা থেকে ওই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে তোপ দাগেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ভয়ে গুরুতর অসুস্থ নির্যাতিতাকে কোনও সরকারি হাসপাতাল ভর্তি নেওয়ার সাহস পায়নি। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল নাবালিকা। এ নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘ব্যক্তি আক্রমণ ও কুৎসা শুভেন্দুর প্রধান এজেন্ডা। ২০২০ সাল পর্যন্ত উনি এবং ওঁর পরিবার যে দলে থেকে সমস্ত সুবিধা ভোগ করেছেন, আজ ইডি-সিবিআই থেকে বাঁচতে সেই দলের বদনাম করতে নেমেছেন।’’

Advertisement

গ্যাড়াপোতা বাজারে স্মৃতিসৌধ উন্মোচন করেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। গণধর্ষণকাণ্ডে প্রধান অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্রকে ‘লোকাল অনুব্রত’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, ২০২২ সালের ৫ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্রর ছেলে ব্রজের বিরুদ্ধে। পরে সেই নাবালিকার মৃত্যুও হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে নির্যাতিতার বাবা বলেন, ‘‘সিবিআইয়ের প্রতি আস্থা আছে। আশা করি সুবিচার পাব। যদি সুবিচার না পাই, আবার আদালতে যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement