দল নয়, জোট আগে বলছেন সূর্য

জোট জল্পনার প্রথম থেকেই বাম-কংগ্রেস দু’তরফেই শোনা যাচ্ছিল এই মন্ত্র। তবে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ ২৪ পরগনার মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে, বেশ কিছু আসনে কংগ্রেস তাদের প্রার্থী দেওয়ার ‘জেদ’ থেকে সরে না আসায় বাম শরিকেরা পাল্টা প্রার্থী দেওয়ার তোপ দেগেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০১:৩০
Share:

দল নয়, আগে জোট।

Advertisement

জোট জল্পনার প্রথম থেকেই বাম-কংগ্রেস দু’তরফেই শোনা যাচ্ছিল এই মন্ত্র। তবে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ ২৪ পরগনার মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে, বেশ কিছু আসনে কংগ্রেস তাদের প্রার্থী দেওয়ার ‘জেদ’ থেকে সরে না আসায় বাম শরিকেরা পাল্টা প্রার্থী দেওয়ার তোপ দেগেছিল। রবিবার, সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন সূর্যকান্ত মিশ্র।

এ দিন বহরমপুরে তিনি বলেন, ‘‘কোথাও যদি দেখা যায় বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে তৃণমূল এবং বিজেপির সুবিধে হচ্ছে, সে ক্ষেত্রে আমাদের কর্মীদের বসে যেতে হবে।’’ কংগ্রেস তাদের গড়, মুর্শিদাবাদে অধিকাংশ আসনে প্রার্থী দিতে চায় বলে আগেই জানিয়ে দিয়েছিল। সেই দড়ি টানাটানিতে বাম শরিকেরা পাল্টা দাবি ছিল— দলের অস্ত্বিত্ব বিকিয়ে দেওয়ার প্রশ্ন নেই। যে সব জায়গায় আরএসপি কিংবা ফরওয়ার্ড ব্লক শক্তিশালী, সেখানে কংগ্রেসের সঙ্গে প্রয়োজনে তাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। সূর্যবাবুর কথায়, আপাতত তা যে হচ্ছে না তা স্পষ্ট হয়ে গেল।

Advertisement

বহরমপুরে কর্মিসভায় তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদের একটি আসনেও যেন তৃণমূল জিততে না পারে। বিজেপি মাথা তুলতে যেন না পারে।’’ আর, সেই লক্ষ্যে প্রয়োজনে দলীয় কর্মীদের বসে যাওয়াই পছন্দ করছেন তিনি। এ দিন তিনি জানান, ওই জেলায় আটটি আসনে বামেরা প্রার্থী দিয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। সূর্যবাবুর কথায়, ‘‘যদি সবাই মিলে ঠিক করে আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, তাহলে হতে পারে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, আমাদের কারও জন্যে যেন তৃণমূল এবং বিজেপি কোনও সুবিধে না পায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement