ডোমকলে সূর্যকান্ত মিশ্র।
মুর্শিদাবাদের ডোমকলে সভায় রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সূযর্কান্ত মিশ্র। শনিবার বিকেলে ডোমকলের জলঙ্গির কাজিপাড়া ফুটবল মাঠ ও ডোমকলের জনকল্যাণ ময়দানে দু’টি সভা করেন সূর্যকান্ত। সেখানে নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ‘‘আপনি বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন, আর মানুষ আপনাকে মাইলে মাইলে বুঝে নেবে। রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছেন বাহিনী চলে গেলে দেখে নেবেন। আপনি বরং ভাবুন ১৯ তারিখের পর কোথায় থাকবেন, কালীঘাটে না দার্জিলিঙ-এ।’’
এ দিন বিকেলে প্রথম সভাটি হয় জলঙ্গির কাজিপাড়া এলাকায়। দ্বিতীয়টি ডোমকল জনকল্যাণ ময়দানে। দু’টি সভাতেই বাম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বলতে উঠে শুরু থেকেই সূযর্কান্ত আক্রমণ শানাতে থাকেন। তাঁর কটাক্ষ, ‘‘আপনি অনেক দিক থেকেই এখন এক নম্বরে। দেনায় আপনি প্রথম, জেলে নেতা-মন্ত্রী থাকায় আপনি প্রথম, আপনার নেতা মন্ত্রীরা প্রকাশ্যে ঘুষ নিচ্ছে সেটাতেও প্রথম।’’ মিথ্যা মামলা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘বিরোধীদের ভয় দেখাতে রাজ্য জুড়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কথা দিচ্ছি ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করব। তিনি যদি তৃণমূল কর্মীও হন।’’ তাঁর দাবি, যাঁরা টাকা লুঠ করেছেন তাঁদের জেলে পুরবেন। সেখানেই শেষ নয়, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মানুষের টাকা ফেরত দেবেন।