Nadia

ছাত্রীবাসে দুষ্কৃতীদের আনাগোনা! বিক্ষোভ দেখালেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তৃতীয় বর্ষের ছাত্রী রাভা মজুমদারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মাতঙ্গিনী হস্টেলে এক দুষ্কৃতীকে শৌচাগারে উঁকি দিতে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:৪৯
Share:

নিজস্ব চিত্র।

ছাত্রীবাসে দুষ্কৃতীদের অবাধ আনাগোনার অভিযোগ উঠেছে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তার দাবিতে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখালেন মাতঙ্গিনী ভবন হস্টেলের ছাত্রীরা।

Advertisement

শুক্রবার সকাল থেকে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীরা। তৃতীয় বর্ষের ছাত্রী রাভা মজুমদারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মাতঙ্গিনী হস্টেলে এক দুষ্কৃতীকে শৌচাগারে উঁকি দিতে দেখা গিয়েছে। দাবি, এক ছাত্রী তা দেখে ফেলে দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। রাভার কথায়, ‘‘হস্টেলের মধ্যে যদি এ ভাবে কেউ ঢুকে পড়ে, তা হলে আমাদের নিরাপত্তা কোথায়?’’ মেয়েদের হস্টেলে কেন পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি।

বিক্ষোভের খবর পেয়েই ছুটে আসেন রেজিস্ট্রার দেবাংশু রায়। ছাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতিও দেন তিনি। দেবাংশু বলেন, ‘‘ছাত্রীদের ক্ষোভ-অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছি। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement