মোটর বাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যুতে ওই এলাকায় ট্রাফিক পুলিশ ও ঘাতক মোটর বাইকের চালককে গ্রেফতারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বেলা তিনটের সময় রানাঘাটের থানারমোড়ের ওই অবরোধ শুরু হয়। চলে বিকেল ৪টে পর্যন্ত। অবরোধের জেরে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে সার দিয়ে যানবাহন দাঁড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ রানাঘাট থানারপাড়ার বাসিন্দা স্বপ্না দাস (১৬) চূর্ণী সেতুর কাছে দোকানে বাবাকে খাবার দিতে যায়। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর জখম স্বপ্নাকে রানাঘাট মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যায় সে। এদিকে, মোটরবাইকের আরোহী ওই যুবককে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, ওই যুবককে পুলিশ ছেড়ে দেয়। তারই প্রতিবাদে ও ওই এলাকায় ট্রাফিক পুলিশের দাবিতে অবরোধ শুরু হয়। এ দিনের ওই অবরোধে মহিলারাই নেতৃত্ব দেন। যদিও পুলিশের দাবি, ওই যুবককে ছেড়ে দেওয়া হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে তোলা হলে বিচারক তার জামিন দেন।