প্রতীকী ছবি।
ফের দলের সভা এড়ালেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধু ও তাঁর ঘনিষ্ঠরা। বৃহস্পতিবার মধুর বাড়ি থেকে দেড় কিমি দূরে দলীয় কার্যালয় সংলগ্ন বাগানে কর্মিসভার আয়োজন করেছিল দল। সভায় দলের জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান হাজির থাকলেও সভায় হাজির হননি মধু ও তাঁর ঘনিষ্ঠ জনপ্রতিনিধিরা।
কয়েক আগেই মধু সাফ জানান তিনি দলের একনিষ্ঠ কর্মী এবং দলের সঙ্গেই আছেন। দিন কয়েক আগে রাজ্য শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকও করেন। কিন্তু তারপর এক সপ্তাহ কাটতে না কাটতে এই ঘটনায় ফের অস্বস্তিতে শাসকদল। রাকঢাক না রেখেই জেলা সভাপতি বলেন , ‘‘ও এখন দলের কর্মসূচি ফেলে 'খেলায়' মেতেছে। দেখা যাক এই খেলা ও কতদিন চালিয়ে যেতে পারে।’’
এ দিনের সভায় ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও বুথ ভিত্তিক কর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও আগের মতই গরহাজির ছিলেন সভাধিপতি মধু,ওই এলাকার জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলি সহ একাধিক উল্লেখযোগ্য নেতা। ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরাও এদিনের সভায় অনুপস্থিত ছিলেন। যদিও দলীয় সূত্রে জানা গিয়েছে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
দলের নেতা কর্মীরাই বলছেন শুভেন্দু অধিকারীকে জেলা পর্যবেক্ষকের পদ থেকে অপসারণের পর আর কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি একদা তাঁর একনিষ্ঠ অনুগামী মধুকে। ফলে মধুর অন্য কোনও রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলেই মত রাজনীতির কারবারিদের। তবে বিজেপিতে যোগ না দিলেও মধু গোপনে পুরনো দল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন বলে দাবি দলের নেতা কর্মীদের একাংশের। নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল মণ্ডল বলেন, ‘‘তবে এবিষয়ে আমরা কিছুই জানি না।’’
এদিনের সভায় আবু তাহের খান তাঁর বক্তব্যে বলেন, ‘‘গুটিকয়েক নেতা দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করতে চাইছে। জীবন থাকতে তা হতে দেব না।’’ তবে দল জেনে-বুঝেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেনা কেনো প্রশ্ন করা হলে তাহের বলেন, ‘‘তা আর প্রয়োজন হবে না। তাঁরা অন্য দলে এক পা বাড়িয়ে আছে।’’ মধু বলেন, "আজকের সভার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি দলনেত্রীর নেতৃত্বেই দল করি। দলবদলের কোনও প্রশ্নই নেই। রাজনৈতিক দেউলিয়া হয়ে জেলা সভাপতি ভুলভাল বকছেন।’’