বেশ কয়েকজন সিপিএম ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শনিবার তৃণমূলে যোগ দিলেন। এ দিন চাপড়ার হাটখোলা পঞ্চায়েতের সিপিএম-এর চার জন ও কংগ্রেসের ৬ জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের দাবি।
স্থানীয় বিধায়ক তৃণমূলের রুকবানুর রহমান বলেন, ‘‘এলাকার উন্নয়নের স্বার্থেই বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা আমাদের দলে যোগ দিয়েছেন।’’ প্রসঙ্গত, ১৭ সদস্যের ওই পঞ্চায়েতে কোনও আসন পায়নি শাসকদল। সিপিএম জেতে পাঁচটি আসনে। কংগ্রেসের ঝুলিতে যায় ১২টি আসন। সিপিএম ও কংগ্রেসের দশ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েত এখন শাসকদলের কব্জায় আসবে।
হাটখোলা পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের অঞ্জনা হালদার বলেন, ‘‘অনৈতিক লেনদেনের কারণে কেউ কেউ তৃণমূলে যোগ দিয়েছেন।’’