রাতের অন্ধকারে কাটা হচ্ছে মাটি। — ফাইল চিত্র।
দিন কয়েক থেকে দিনের আলোয় নয়, এখন দিনের বদলে রাতের অন্ধকারে দেদার মাটি কাটার কাজ চলছে ডোমকল এবং হরিহরপাড়া এলাকায় ভৈরবের পাড়ে। অন্ধকারের মধ্যেই ধুলো উড়িয়ে সেসব মাটি পৌঁছে যাচ্ছে স্থানীয় ইটভাটাগুলিতে।
কিন্তু রাতের অন্ধকারে কেন?
স্থানীয় বাসিন্দারা তার উত্তরে জানাচ্ছেন, অন্ধকারে সাধারণ মানুষ এবং প্রশাসনের নজরে আসবেনা ওই মাটি কাটার কাজ। তা ছাড়া ক্যামেরাবন্দি করাও যাবে না রাতের অন্ধকারে মাটি কাটলে। এসব নানা সুবিধার জন্যই অন্ধকারকে বেছে নিয়েছে এখন মাটি মাফিয়ারা।
এলাকার বাসিন্দাদের দাবি, খাস জমি থেকে মাটি কাটলে কম দামে মাটি পেয়ে যায় ইটভাটার মালিকরা। জেলার ইটভাটা মালিক সংগঠনের সভাপতি আব্দুল বাকি শেখ বলছেন, ‘‘আমরা ইটভাটার মালিকদের বলেছি, সরকারি নিয়ম মেনে মাটি সংগ্রহ করার জন্য। এখন সরকারি নিয়ম অনুযায়ী মালিক ইচ্ছুক থাকলে রায়তি সম্পত্তি থেকে দেড় মিটার মাটি কাটা যাবে। ফলে মাটি নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। আমরা নিয়ম মেনেই মাটি কিনে থাকি।’’