তাণ্ডব, ভাঙচুর বাড়িঘর  

এলাকার বাসিন্দাদের দাবি, আক্রমনকারীরা মূলত দুষ্কৃতী। এ দিন তারা ঠিক কী উদ্দেশ্যে হামলা করে, তা স্পষ্ট নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০০:০৩
Share:

—প্রতীকী চিত্র।

ছয় নম্বর ওয়ার্ডের নাজিরাপাড়া কানাইপল্লি এলাকায় বেশ কিছু বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটল।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় একটা নাগাদ জনা কুড়ি লোক এসে এলাকায় হামলা করে। এলাকার কয়েকটি বাড়ির দরজা জানালায় ধারালো এবং ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে।

এলাকার বাসিন্দাদের দাবি, আক্রমনকারীরা মূলত দুষ্কৃতী। এ দিন তারা ঠিক কী উদ্দেশ্যে হামলা করে, তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা গোলক বিশ্বাস বলেন, “রাত তখন প্রায় একটা মতো হবে। আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে আওয়াজ শুনি, আমাদের বাড়ির দরজা-জানালায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করছে। আমাদের আশপাশের কিছু বাড়িতেও হামলা হয়। আমরা তৃণমূল করি। কিন্তু যারা হামলা করেছে তারা দুষ্কৃতী। কোনও রাজনৈতিক দলের নয়।”

Advertisement

ঘটনার সময়ে এলাকার বাসিন্দা এক মহিলাকে মারধর করা হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি টোটোতেও ভাঙচুর চালানো হয়েছে। গভীর রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোতয়ালি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement