Phuchka

Phuchka Sick: ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ ১৪২, বিষক্রিয়ার অনুমান চিকিৎসকদের

মঙ্গলবার দুপুরের পর থেকেই সকলের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৫
Share:

ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি অসুস্থেরা। —নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হলেন অন্তত ১৪২জন বাসিন্দা। মঙ্গলবার দুপুরে ফুচকা খাওয়ার পর থেকেই সকলেই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। বুধবার সকালে অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে অনুমান চিকিৎসকদের। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের ইসলামপুর থানার অন্তর্গত কাশিমনগর এবং নলবাটা সংলগ্ন এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ১৪২জন। মঙ্গলবার দুপুরের পর থেকেই সকলের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। বুধবার সকাল থেকে তাঁদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েক জন অসুস্থকে ডোমকল মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement