Sagardighi By Election

মহিলা পরিচালিত বুথে যেন উৎসব

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে এখানে ছোটখাট গন্ডগোল হলেও গত বিধানসভা নির্বাচনে শান্তিতে ভোট দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২৯
Share:

সাগরদিধিতে মহিলা পরিচালিত বুথ। — ফাইল চিত্র।

‘যিনি রাধেন, তিনি চুলও বাঁধেন’— এটা যে কথার কথা নয়, তা ফের প্রমাণ করলেন সাগরদিঘির রতনপুর বুথের মহিলা ভোটকর্মীরা। সেখানে ভোটকর্মী থেকে সেক্টর অফিসার, বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মহিলা। আর তাঁদের তত্ত্বাবধানে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন রতনপুর বুথের ভোটাররা। এতে খুশি ওই বুথের ভোটাররাও।

Advertisement

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে এখানে ছোটখাট গন্ডগোল হলেও গত বিধানসভা নির্বাচনে শান্তিতে ভোট দিয়েছেন। ফলে মহিলা পরিচালিত ভোটকর্মী দ্বারা এ বারে ভোট হওয়ায় সুরক্ষা ব্যবস্থা জোরদার ছিল। যার জেরে বাসিন্দারা শান্তিতে ও নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সূত্রের খবর, এটিকে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র করেছে নির্বাচন কমিশন।

সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘২৪৬টি বুথের মধ্যে রতনপুর মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রকে আমরা আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি। মহিলা ভোটকর্মীরা সেখানে দক্ষতার সঙ্গে কাজ করছেন।’’

Advertisement

এ বারে সাগরদিঘি এসএন হাসান উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষিকা সৌমী ঘোষচৌধুরী সেখানকার বুথের নির্বাচনী আধিকারিক হয়েছেন। সৌমী জানালেন, ‘‘আমার জীবনে ভোট নেওয়ার অভিজ্ঞতা এই প্রথম। এখানে সকলেই মহিলা। ভারতের গণতান্ত্রিক উৎসবে ভোটকর্মী হিসেবে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে।’’

সাগরদিঘির বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সাবিনা খন্দেকার এই বুথে সেক্টর অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

সাবিনা বললেন, ‘‘এর আগে ভোটের কাজে যুক্ত হলে বুথে যাওয়ার সুযোগ হয়নি। এই প্রথম বুথে এসে সরাসরি ভোট গ্রহণে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। এই কাজ করে খুব ভাল লাগছে।’’সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা সিআরপিএফ জওয়ান বলেন, ‘‘দীর্ঘ দিন থেকে কেন্দ্রীয় বাহিনীতে রয়েছি। এর আগে গুজরাতে যেমন ভোট করেছি, তেমনই ২০২১ সালে এ রাজ্যের বিধানসভা ভোটে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছি। এ দিন মহিলা পরিচালিত বুথে কাজ করছি।’’

মহিলারা যে পুরুষের থেকে কোনও অংশে কম নয়, তা বুঝিয়ে দিয়েছেন সাগরদিঘির রতনপুরের মহিলা ভোটকর্মী পরিচালিত আদর্শ বুথের কর্মী থেকে নিরাপত্তারক্ষীরা। তাঁদের এই কাজে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারাও।

এদিন সেখানে ভোট দেওয়া পরে রতনপুরের ভোটার তৌসিফ হাসান বলেন, ‘‘আমাদের এখানে এই প্রথম মহিলা ভোটকর্মী পরিচালিত বুথ হয়েছে। মহিলাদের দ্বারা পরিচালিত বুথে ভোট দিতে পেরে ভাল লাগছে। আমরা এখানে শান্তিতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।’’

আর এক মহিলা ভোটারের দাবি, ‘‘মহিলারাও যে সব কাজ করতে পারেন ফের তাঁরা প্রমাণ করলেন। কারণ অনেক সময় অনেক সময় পুরুষরাই ভোটকর্মী হতে ইতস্তত বোধ করেন। সেখানে মহিলারা গোটা বুথে ভোট পরিচালনা করছেন এটা মহিলা হিসেবে আমি গর্ববোধ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement