higher secondary examination

Higher Secondary 2021: ভবিষ্যতে গবেষণা করতে চান রুমানা, সংবর্ধনা জানাল জেলা প্রশাসন

শুক্রবার সকাল ১১টা নাগাদ বহরমপুর কালেক্টরেট কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। রুমানার অভিভাবকরা জানিয়েছেন, কোনওদিনই পড়াশোনার জন্য মেয়েকে বলতে হয়নি।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৫:৪৯
Share:
Advertisement

সংবর্ধনা দেওয়া হল উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রুমানা সুলতানা ও রাজ্যে প্রথম দশজনের তালিকায় থাকা প্রীতম চক্রবর্তীকে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার ও জেলাস্তরের অন্য প্রশাসনিক আধিকারিকরা।

শুক্রবার সকাল ১১টা নাগাদ বহরমপুর কালেক্টরেট কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। রুমানার অভিভাবকরা জানিয়েছেন, কোনওদিনই পড়াশোনার জন্য মেয়েকে বলতে হয়নি। নিজের পছন্দ মতো বিভিন্ন ধরনের বই পড়েন রুমানা। উচ্চ মাধ্যমিকে ৫০০-র মধ্যে ৪৯৯ পাওয়া এই ছাত্রী ভবিষ্যতে গবেষণা করতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement