River Erosion

নদী ভাঙন শমসেরগঞ্জে, তলিয়ে গেল চারটি বাড়ি, আতঙ্কে ঘর ছাড়ছেন শ’য়ে শ’য়ে মানুষ

২০২০ সাল থেকে গঙ্গাভাঙন দেখছে এলাকাবাসী। ভাঙনে সর্বহারা আইনাল শেখ বলেন, ‘‘দিনরাত জেগে পাহারা দিচ্ছি। ঘুম নেই দু’চোখে। একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। আমরা অসহায়ের মতো দেখছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২৩:২৫
Share:

শমসেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গাভাঙন। —নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝ়ড় ‘ডেনা’র জেরে দুর্যোগ শমসেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গাভাঙন। শুক্রবার গভীর রাত থেকে ধানঘরায় ভাঙন শুরু হয়। চোখের নিমেষে গঙ্গা বক্ষে তলিয়ে যায় লিচু বাগান, জমি, জায়গা, বসতভিটে। গঙ্গায় তলিয়ে গিয়েছে চারটি বাড়ি। ভাঙনের বিধ্বংসী পরিণতি এর আগেও দেখেছে ধানঘরা। বছরের পর বছর আসে, কিন্তু ভাঙনের ছবিটার বদল হয় না।

Advertisement

২০২০ সাল থেকে গঙ্গাভাঙন দেখছে এলাকাবাসী। ভাঙনে সর্বহারা আইনাল শেখ বলেন, ‘‘দিনরাত জেগে পাহারা দিচ্ছি। ঘুম নেই দু’চোখে। একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। আমরা অসহায়ের মতো দেখছি।’’

বালির বস্তা দিয়ে সাময়িক ভাঙন রোধের কাজ হলেও সমস্যা মেটেনি। স্থানীয়েরা চান কংক্রিটের বাঁধ। যে কোনও সময় গঙ্গায় তলিয়ে যেতে পাড়ে বসতভিটে। তাই আগে থেকেই অনেকেই ঘরবাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে বাড়ি খালি করে দিয়েছেন। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়েই দিন কাটাচ্ছেন ধানঘরার নদীপারের বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement