স্থানীয়রা জাল পেতে ধরেন প্রাণীটিকে। — নিজস্ব চিত্র।
নদিয়ায় উদ্ধার হল একটি বিরল প্রজাতির ভাম। তেহট্টের মালিয়াপোতার দক্ষিণপাড়া থেকে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগের তিন দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল অদ্ভুত আকৃতির প্রাণীটিকে। স্বাভাবিক ভাবেই উৎসাহ তৈরি হয়েছিল স্থানীয়দের মনে। শনিবার দুপুরে স্থানীয়রা জাল পেতে ধরেন প্রাণীটিকে। খবর দেওয়া হয় বন দফতরে। বিকেল নাগাদ বন দফতরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করেন।
মহাকুমা বন আধিকারিক প্রদীপ কুমার ঘোষ বলেন, ‘‘প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি ভাম। তবে এই প্রজাতি সচরাচর দেখা যায় না। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাণীটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।’’ রবিবার দুপুরে স্থানীয় একটি জঙ্গলে প্রাণীটিকে ছেড়ে দেয় বন দফতর।