অভিষেক বনদ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
বিশেষ ভাবে সক্ষম মানুষেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না বলে অভিযোগ করে তাঁদের জন্য ঘর চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে ‘চাকদহ প্রতিবন্ধী সমিতি’। গত শনিবার এই আবেদনের পর সোমবার বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে তারা আলোচনাও করেছে।
চাকদহের বিডিও অতনু ঘোষ জানান, ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের ১৪৫২৬টি ঘরের মধ্যে সমীক্ষা করে ১৯০০ পরিবারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৮২৯ পরিবারের ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘নতুন করে তালিকা তৈরি করা সম্ভব নয়। যে তালিকা রয়েছে সেটা দেখা হবে। যদি তাতে বিশেষ ভাবে সক্ষম কারও নাম থাকে তা হলে যাতে তাঁরা তাড়াতাড়ি ঘর পান, সেটা দেখা হবে।’’
সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাজারের বেশি প্রতিবন্ধী পরিবার রয়েছে। কারও নাম ঘরের তালিকায় নেই বলে অভিযোগ। এঁদের মধ্যে কমপক্ষে ৩০০ পরিবারের ঘরের প্রয়োজন বলে জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর হালদার বলেন, ‘‘অসহায় প্রতিবন্ধী পরিবারগুলির ঘরের জন্য দীর্ঘদিন থেকে আমরা লড়াই করে আসছি। কিন্তু কোনও ফল না-হওয়ায় বাধ্য হয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালাম। প্রশাসনকেও জানানো হয়েছে।’’
চাকদহ ব্লক তৃণমূলের সভাপতি তথা চাকদহ পঞ্চায়েত সহসমিতির সভাপতি দিলীপ কুমার সরকার বলেন, ‘‘আমরাও চাই যে, গরিব মানুষ ঘর পান। এই তালিকা অনেক পুরানো। ঘর প্রয়োজন এমন অনেকের নাম ওই তালিকায় নেই। সুযোগ এলে যাতে ওই পরিবারগুলি ঘর পেতে পারে, সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলব।’’