ধরা দূরে থাক, চিহ্নিতই হয়নি খুনিরা

শুক্রবার রাতে রানাঘাট থানার কলাইঘাটা বাগানপাড়া এলাকায় নিজের দোকানের সামনে  হরলাল দেবনাথ নামে বছর পঞ্চান্ন-র এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ০০:০৩
Share:

রবিবার নিহতের বাড়ির সামনে আত্মীয়েরা। নিজস্ব চিত্র

ছত্রিশ ঘণ্টা পার হয়ে গিয়েছে। রানাঘাটের কলাইঘাটা এলাকায় খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি সে দিন রাতে যে দুই যুবক ওই কাণ্ড ঘটিয়েছিল, তাদের চিহ্নিতও করা যায়নি। তারা আঁইশতলা থেকে এসেছিল বলে জানা গেলেও এর থেকে বেশি কোনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। এখনও এপর্যন্ত তদন্তের অগ্রগতি বলতে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে দু’- একটি জায়গায় হানা দেওয়া হয়েছে। মৃতের পরিবারের লোকেদের সন্দেহজনক এক জনের ছবি দেখানো হয়েছে। তাতেও তদন্তে বিশেষ সুবিধা হয়নি।

Advertisement

শুক্রবার রাতে রানাঘাট থানার কলাইঘাটা বাগানপাড়া এলাকায় নিজের দোকানের সামনে হরলাল দেবনাথ নামে বছর পঞ্চান্ন-র এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেন বলে অভিযোগ। আঁইশতলা থেকে হবিবপুরের দিকে চলে যাওয়া রাজ্য সড়কের পাশে তাঁর একটি মুদিখানার দোকান আছে। উল্টো দিকে ধু-ধু মাঠ। তাঁর পিঠে গুলি করে দুষ্কৃতীরা ওই মাঠ দিয়েই পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে। রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিক পরপর কয়েকটি খুনের ঘটনায় বিজেপি দাবি করেছে, নিহত তাদের সদস্য বা সমর্থক, যদিও তদন্তকারীদের বক্তব্য তার সঙ্গে মেলেনি। দু’দিন আগে বাগআঁচড়ায় পুরোহিত খুনেও একই ঘটনা ঘটে। হরলালকে নিয়ে অবশ্য বিজেপি এবং তৃণমূল, দুই দলই টানাটানি করছে। পুলিশ সূত্রে এ দিন জানানো হয়েছে, এই খুনের পিছনে রাজনৈতিক কোনও কারণ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। পারিবারিক কোনও জটিলতা থেকে ওই খুন হতে পারে বলে মনে হচ্ছে। হরলালের ছেলে দীপঙ্কর অবশ্য বলেছেন, ‘‘পুলিশ ইচ্ছা করলে সব করতে পারে। খুনিদের গ্রেফতার করতে পারে। কিন্তু, তারা উদ্যোগী হচ্ছে বলে মনে হচ্ছে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement