কামরুর টিকি ছুঁতে পারছে না পুলিশ

আবির মেখে দলের কর্মীদের সঙ্গে ছবি তুলেছিল কামরু। দলের কর্মী সমর্থকেরা সেই ছবি ফলাও করে ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু তারপরে আর দেখা মেলেনি সিপিএমের কর্মী খুনে অভিযুক্ত কামরুজ্জামান মণ্ডল। এলাকার বাসিন্দাদের দাবি, আগের মতো প্রকাশ্যে না এলেও কামরু এলাকাতেই আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০০:০৩
Share:

আবির মেখে দলের কর্মীদের সঙ্গে ছবি তুলেছিল কামরু। দলের কর্মী সমর্থকেরা সেই ছবি ফলাও করে ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু তারপরে আর দেখা মেলেনি সিপিএমের কর্মী খুনে অভিযুক্ত কামরুজ্জামান মণ্ডল। এলাকার বাসিন্দাদের দাবি, আগের মতো প্রকাশ্যে না এলেও কামরু এলাকাতেই আছে। তার গতিবিধির নাড়িনক্ষত্র জানে পুলিশ। সব জেনেও শাসক দলের চাপে পড়ে তাকে ধরছে না পুলিশ। যদিও পুলিশের দাবি, কামরুজ্জামানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না! এ দিকস সিপিএমের দাবি, গোটা রাজ্যে পুলিশ শাসক দলের তাবেদারি করছে। আর ক’দিন পরে হয়তো কামরু থানার চেয়ারে গিয়ে বসলেও পুলিশ তাকে দেখতে পাবে না! বিধানসভা ভোটের দিন খুন হন সিপিএম কর্মী তহিদুল ইসলাম। সেই খুনে নাম জড়ায় ডোমকলের জিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কামরুজ্জামান মণ্ডলের। সে সময় কিছু দিন গা ঢাকা দেয় সে। কিন্তু কিছু দিন পর এলাকায় ফেরে কামরু। একটি সূত্র থেকে জানা গিয়েছে, এলাকায় ফিরে আদালতে আগাম জামিনের চেষ্টা করে কামরু। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। ফলে হাপিয়ে ওঠা কামরু জয়ের আনন্দ ধরে রাখতে না পেরেই বৃহস্পতিবার বাইরে আসে। সেই ঘটনা সংবাদমাধ্যমের নজরে আসায় বিপাকে পড়ে পুলিশ। ফলে পুলিশকে স্বস্তি দিতেই কামরু ফের লোকচক্ষুর আড়ালে যায়। এ দিকে, তৃণমূল নেতা সৌমিক হোসেনের দাবি, ‘‘কামরুজ্জামানকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে যে অপরাধী এখনও তা প্রমাণিত হয়নি। আইন আইনের পথে চলবে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement