পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি-র কর্মী সমর্থকদের। সাগরদিঘিতে। নিজস্ব চিত্র।
ফের মুর্শিদাবাদ জেলাতে আটকে দেওয়া হল বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র রথ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, এমনকি ধস্তাধস্তিও হয়। শুক্রবার রঘুনাথগঞ্জ থেকে পরিবর্তন যাত্রা বার করেন বিজেপি-র কর্মী সমর্থকরা। সেটি মোড়গ্রাম হয়ে সাগরদিঘি যাওয়ার কথা ছিল।
অভিযোগ, সাগরদিঘি থানার অন্তর্গত মণিগ্রামে পৌঁছতেই রথ আটকে দেয় পুলিশ। এর পরই রথ থেকে নেমে বিজেপি-র নেতা কর্মীরা হেঁটে এগোতে শুরু করেন। তাঁদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ দিনের মিছিলে ছিলেন নবদ্বীপ জোনের বিজেপি-র পরিবর্তন যাত্রার প্রমুখ কল্যাণ চৌবে এবং উত্তরাখণ্ডের মন্ত্রী। তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কন্দ্র করে মণিগ্রাম রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি-র অভিযোগ, বামফ্রন্টের ডাকা বন্ধের অজুহাত দিয়ে ও নমাজ পড়ার সময় হয়েছে এই অজুহাত দিয়ে রথ আটকে দেওয়া হয়েছে। তবে পুলিশ রথ আটকানোর বিষয়টি অস্বীকার করেছে। এর আগেও গত সোমবার বেলডাঙায় রথ আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। ওই দিন বেলডাঙা থেকে নওদা এবং হরিহরপাড়া হয়ে বহরমপুরে পরিবর্তন যাত্রা পৌঁছনোর কথা ছিল। কিন্তু সে দিও তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনও করেন। যদিও পরে ফের পরিবর্তন যাত্রা শুরু হয়।