Taherpur

Taherpur: ফাঁকা জমিতে গর্তকে কেন্দ্র করে চাঞ্চল্য তাহেরপুরে

জানা গিয়েছে, নিমতলা পাড়ার একটি ফাঁকা মাঠে ছাগল চড়াতে গিয়ে কয়েক জন ওই গর্ত দেখতে পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ২২:৩৩
Share:

গ্রামবাসীদের জমায়েত। নিজস্ব চিত্র।

পাট জমির পাশে একটি ফাঁকা জমিতে বড় মাপের গর্তকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার তাহেরপুরের বাপুজি নগর নিমতলা পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা ওই গর্তের ভিতর রহস্যজনক কিছু রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। উপস্থিত হন এলাকার বিডিও।

Advertisement

জানা গিয়েছে, নিমতলা পাড়ার একটি ফাঁকা মাঠে ছাগল চড়াতে গিয়ে কয়েক জন ওই গর্ত দেখতে পান। গর্তটি অর্ধেক মাটি খোড়া অবস্থায় ছিল। এর পরেই তাঁরা এলাকাবাসীকে খবর দিলে ওই স্থানে গিয়ে জড়ো হয় প্রায় ৩টি গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি এবং তাহেরপুর থানার পুলিশ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লকের বিডিও।

এর পরই প্রশাসনে তত্ত্বাবধানে শুরু হয় রহস্য উদঘাটনের কাজ। প্রায় আট ফুট মাটি খুঁড়ে দেখা যায় নীচে কয়েকটি ছেঁড়া চটের বস্তা রয়েছে। ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। সেই কারণে মানুষের মধ্যে চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement