Death

ফরাক্কা সেতুতে দুর্ঘটনায় নিহত মহিলা কনস্টেবল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআইএসএফ-এর দর্জি হিসাবে কাজ করতেন অসমের বাসিন্দা ভূমিকা বাসনেট নামে ওই কনস্টেবল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৯
Share:

প্রতীকী ছবি।

জাতীয় সড়কে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল সিআইএসএফ-এর এক মহিলা কনস্টেবলের। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। অসমের বাসিন্দা ভূমিকা বাসনেট নামে ওই কনস্টেবল ফরাক্কায় কর্মরত ছিলেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআইএসএফ-এর দর্জি হিসাবে কাজ করতেন ভূমিকা। স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, সোমবার ভূমিকা ফরাক্কার দিক থেকে মালদহ জেলায় অবস্থিত এনটিপিসি-র ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ফরাক্কা বাঁধের মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনারের পিছনের চাকায় পিষ্ট হন ৫৮ বছরের ওই কনস্টেবল।

দুর্ঘটনার পর স্থানীয় দোকানদাররা পুলিশে খবর দেন। পুলিশ এসে ভূমিকাকে উদ্ধার করে স্থানীয় বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওই মহিলা কনস্টেবলকে বাঁচানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা ভূমিকাকে মৃত বলে জানান। কন্টেনারটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement