mamata banerjee

যে কোনও মৃত্যুই দুঃখজনক, সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম: মুখ্যমন্ত্রী

একগুচ্ছ উদ্বোধনের ফাঁকেই সাংবাদিকরা প্রশ্ন করেন ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু নিয়ে।   

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪২
Share:

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের পর নতুন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৫ ফেব্রুয়ারি ৫ টাকায় পেট ভরা খাবার দেওয়ার এই প্রকল্প শুরু করবে রাজ্য সরকার।

Advertisement

কলকাতা ১৬টি বরোর ১৪৪ টি ওয়ার্ডে এই সুবিধা চালু হচ্ছে। ওয়ার্ড প্রতি ৫০০ জন মানুষ দৈনিক এই পরিষেবা পাবেন। সব কটি ওয়ার্ড মিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষ ৫ টাকায় ২০০ গ্রাম ডাল, ভাত, তরকারি ও ডিম পাবেন। প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে।

প্রাথমিক ভাবে এই প্রকল্প কিছু অংশে চালু হলেও, পরবর্তীকালে রাজ্যে আরও বিস্তৃত ভাবে এই প্রকল্প চালু করা হবে বলে সরকারি সূত্রে খবর। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছিলেন, ‘‘বরোর যেকোনও একটি পয়েন্ট থেকে আমজনতাকে খাবার বিলি করা হবে। যে সময় যেমন সব্জি পাওয়া যাবে, তখন সেটিই দেওয়া হবে পাতে।

Advertisement

দুপুর ৩.৪০ : নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩.৪২ : বেসরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

দুপুর ৩.৪৩ : কলকাতায় ডেটা সেন্টার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৩.৪৫ : দুর্গাপুজোর বাণিজ্যিক সাফল্য নিয়ে পরিসংখ্যান পেশ করলেন মুখ্যমন্ত্রী। ৩২ হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হয় দুর্গাপুজো সময়ে।

দুপুর ৩.৪৬ : একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় রাজ্যের দুর্গাপুজো নিয়ে গবেষণা পত্র প্রকাশ করলেন মমতা।

দুপুর ৩.৪৭ : রাজারহাট ও কল্যাণী-সহ চারটি আইটি পার্কের উদ্বোধন করলেন মমতা।

দুপুর ৩.৪৮: তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩.৫০: বাগদায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করলেন মমতা।

দুপুর ৩.৫৫: ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ ক্যান্সার সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৪.০০: রাজ্যের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম নেতাজির নামে। রাজ্যের ছাত্রছাত্রীদের আইপিএস-আইএএস পড়ার জন্য তৈরি হল এক নতুন স্টাডি সেন্টার।

দুপুর ৪:০৭: রাজ্যের ১ লক্ষ পড়ুয়া সবুজ সাথী প্রকল্পের উপসংহার পর্বে পাচ্ছে সাইকেল।

দুপুর ৪:০৯: ৫ টাকায় ডিম, ভাত, ডাল, সব্জি, ‘মা’ প্রকল্পের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৪:১১: ক্রমে সারা রাজ্যে এই প্রকল্প চালু হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৪:১২: ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে খাবার বণ্টন প্রক্রিয়া দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৪:১৯: দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পের ফাইনাল রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৪:২০: দুয়ারে সরকারের কাছে জমা পড়া আবেদনপত্রের ১০০ শতাংশ সমাধান করা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৪:২১: ১২ লক্ষ ১২ হাজার ৯৩০ জনকে ১০০ দিনের কাজ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে রাজ্যের ওয়েবসাইটেও।

দুপুর ৪:২৩: পাড়ায় সমাধানের প্রকল্পের বিস্তারিত সাফল্যের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৪:২৬: ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক, সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। বাড়ির লোককে জানানো হয়নি কেন ? ছেলেটির পরিবার যদি মনে করে তাহলে চাকরি দিতে তৈরি রাজ্য সরকার।’ ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৪:২৯: ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে মা প্রকল্পের জন্য।

দুপুর ৪:৩১: ভোট হলেই গ্যাসের দাম কমে, তারপরে আবার বেড়ে যায়, কেন্দ্রীয় সরকারকে বলব বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে। ২১ বছরের মহিলাকে ছাড়তে পারে না কেন্দ্রীয় সরকার।

দুপুর ৪:৩২: দিশা রবির ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৪:৩৩: তৃণমূলের নাম করে মিথ্যে রটানো হচ্ছে, ফোন করে মিথ্যে কথা বলা হচ্ছে। যাদবপুরের অনেককে ফোন করা হয়েছে। সেখানে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। সাধারণ মানুষকে অনুরোধ, সব ফোন ধরবেন না। বিজেপির আইটি সেল চূড়ান্ত নোংরামো করছে। পুলিশকে বলব কঠোর পদক্ষেপ করতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement