Arrest

চাষি সেজে জুতোর ভিতর সোনা লুকিয়ে পাচার! নদিয়ায় গ্রেফতার এক

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রে খবর, জুতোর তলায় সোনা লুকিয়ে রেখে কাঁটাতার পেরোতেন আশাদুল। তাঁর কাছ থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাপড়া শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৪
Share:

প্রতীকী ছবি।

পরনে ছেঁড়া পোশাক। হাতে কাস্তে। মাথায় গামছা বাঁধা। আপাত ভাবে সাধারণ কৃষক বলেই মনে হওয়ার কথা। কিন্তু আদতে তা নয়। চাষির ছদ্মবেশ ধরে বাংলাদেশে সোনা পাচার করার অভিযোগে নদিয়ায় গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম আশাদুল মণ্ডল। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রে খবর, জুতোর তলায় সোনা লুকিয়ে রেখে কাঁটাতার পেরোতেন আশাদুল। তাঁর কাছ থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা বলে দাবি বিএসএফ সূত্রের। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি (জনসংযোগ) একে আর্য বলেন, ‘‘কাঁটাতার পেরিয়ে আন্তর্জাতিক চোরাচালান আটকাতে সীমান্ত রক্ষী বাহিনী সদা তৎপ়র। কোনও রকম বেআইনি কার্যকলাপ আটকাতে বিএসএফ সব সময় তৈরি।’’

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ বাহিনীর ৮২ নম্বর ব্যাটেলিয়ানের মহাখোলার সীমা চৌকির প্রহরত জওয়ানরা এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি সোনার বিস্কুট উদ্ধার করে। বাহিনীর দাবি, ধৃত আশাদুলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। ধৃত জানিয়েছেন, কাঁটাতারের ও পারে ‘জিরো লাইন’ এলাকার কুতুবপুর গ্রামের হিরন মণ্ডল নামে এক পাচারকারীর কাছ থেকে ওই সোনা নিয়ে ভারতে প্রবেশ করছিলেন তিনি। এ কাজে আশাদুল দীর্ঘ দু’বছর ধরে যুক্ত বলেও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement