Arrest In Farakka

বন্দুক হাতে রাস্তাঘাটে ঘোরাঘুরি! ফরাক্কায় গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়নসুখ পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার একটি আম বাগান থেকে গ্রেফতার করা হয় বছর ২২-এর যুবক রকিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৩
Share:

—প্রতীকী ছবি।

সিনেমার হিরো বা ভিলেন যে ভাবে বন্দুক হাতে নিয়ে রাস্তায় ঘোরেন, ঠিক সেই কায়দায় ফরাক্কায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেল এক যুবকে। এবং সেই সময়েই গ্রেফতার হলেন তিনি। ধৃতের নাম রকি শেখ (২২)।

Advertisement

শুক্রবার রাতে দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়নসুখ পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার একটি আম বাগান থেকে গ্রেফতার করা হয় বছর ২২-এর যুবক রকিকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত যুবক ওই এলাকারই বাসিন্দা। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন ওই যুবক, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। শুক্রবার ধৃতকে জঙ্গিপুর কোর্টে পাঠান হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement